Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / নির্বাচন সংক্রান্ত / চকরিয়ায় সংবাদ সম্মেলনে আ’লীগের মেয়র প্রার্থীর অভিযোগ- নির্বাচনে ভরাডুবি বুঝতে পেরে সরে পড়ার ফন্দি আটছে বিএনপি

চকরিয়ায় সংবাদ সম্মেলনে আ’লীগের মেয়র প্রার্থীর অভিযোগ- নির্বাচনে ভরাডুবি বুঝতে পেরে সরে পড়ার ফন্দি আটছে বিএনপি

Mukul Chakaria 15.03.16 (news 2pic) f2 (1)মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের চকরিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের মেয়র প্রার্থী মো: আলমগীর চৌধুরী সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন বিএনপি সাজানো অজুহাত সৃষ্টি করে নির্বাচন থেকে সরে যাওয়ার চেষ্টা করছে। প্রচারকালে ভোটারদের সাড়া না পাওয়ায় বিএনপি প্রার্থী পিছু হটতে চাচ্ছে। ফলে তারা আওয়ামীলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও সাজানো অভিযোগ উত্থাপন করছে। তাদের ওই পাতানো ফাঁদে আওয়ামীলীগ পা দিবে না। নৌকার কর্মীরা ভোটারদের মন জয় করতে প্রত্যেক ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছে। সুষ্ঠু ও গণতান্ত্রিক এই প্রচারণায় ব্যস্ত রয়েছে আমার তথা নৌকা প্রতিকের কর্মীরা।

মঙ্গলবার বিকালে চকরিয়া পৌরসভার ভরামুহুরীস্থ আওয়ামীলীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আলমগীর চৌধুরী বলেন, ২০১৪ সালে অনুষ্ঠিত চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনেও বিভিন্ন অজুহাত তুলে নির্বাচনের দিন দুপুরেই নির্বাচন বর্জনের ঘোষনা দিয়েছিলো বিএনপি। অনুষ্টিতব্য চকরিয়া পৌরসভার নির্বাচনেও তাঁরা সেই পথ খুঁজছেন। গত সোমবার সন্ধ্যায় বিএনপির নির্বাচনী পথসভায় হামলার সঙ্গে আওয়ামীলীগ বা আমার কোনো নেতা-কর্মী-সমর্থক জড়িত ছিলনা। বিএনপি নিজেরাই ঘটনা ঘটিয়ে আওয়ামীলীগের কর্মীদের বিরুদ্ধে মিথ্যা দোষ চাপাচ্ছে।

এর আগে তাঁর স্ত্রী লাঞ্ছিত হয়েছেন বলেও অপপ্রচার চালায়।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন- চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাফর আলম। এসময় উপস্থিত ছিলেন -কেন্দ্রীয় কৃষকলীগের যুগ্ম সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম, চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ এ.কে.এম গিয়াস উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, সহসভাপতি ফজলুল করিম সাঈদী, ছৈয়দ আলম, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, সহসভাপতি ওয়ালিদ মিল্টন, আমিনুর রশিদ দুলাল, কক্সবাজার জেলা সড়ক পরিবহণ শ্রমিকলীগের সভাপতি মোজাফ্ফর হোসেন পল্টু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছির প্রমুখ।

এ ব্যাপারে জানতে চাইলে চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া সাংবাদিকদের বলেন, ‘আওয়ামীলীগের প্রার্থী অগ্রহনযোগ্য বক্তব্য দিয়ে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। বিএনপি হামলা-মামলায় ভয় পায় না। যে কোনো কিছুর বিনিময়ে নির্বাচনে শেষ পর্যন্ত থাকবে বিএনপির প্রার্থী।’

%d bloggers like this: