মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল উচ্চ বিদ্যালয়ের খন্ডকালিন শিক্ষিকা মোকাররমাকে একদল মুখোশ পরিহিত দুর্বৃত্ত জোরপূর্বক অপরহণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে অপহরণের পর ২২ ঘন্টা অতিবাহিত চললেও বৃহস্পতিবার বিকাল পর্যন্ত ওই শিক্ষিকার খোঁজ মেলেনি। অপহৃত শিক্ষিকা বিদ্যালয়ের নিকটবর্তী গ্রামের মাষ্টার আজিজুল হকের মেয়ে।
নিকটাত্মীয়রা জানান, বুধবার মাগরিবের নামাজের পর একটি মাইক্রোবাসসহ ৪-৫জন মুখোশ পরিহিত দুর্বৃত্ত মাষ্টার আজিজের বাড়ীতে হানা দেয়। তারা বসতঘর থেকে শিক্ষিকা মোকাররমাকে জোরপূর্বক গাড়ীতে তুলে অজানাস্থানে নিয়ে যায়। গাড়ীতে উঠানোর সময় শিক্ষিকা চিত্কার দিলে পার্শ্ববর্তী লোকজন এগিয়ে এলেও গাড়ীটি দ্রুত চলে যাওয়ায় আটকানো সম্ভব হয়নি।
ঘটনা জানতে চাইলে চকরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ জহিরুল ইসলাম খান বলেন, একজন জনপ্রতিনিধির কাছ থেকে ওই ঘটনা শুনেছি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
কক্সবাজার সদর সার্কেলের সিনিয়র পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বলেন, ভিকটিমকে উদ্ধার ছাড়াও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চকরিয়া থানার পুলিশকে নির্দেশ দিয়েছি।
You must log in to post a comment.