কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাংয়ে পুলিশ অভিযান চালিয়ে ৯টি মামলায় গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী বনদস্যু নাছির উদ্দিন (৩৫)কে গ্রেপ্তার করেছে। বুধবার ভোররাতে সিকদার পাড়াস্থ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দেয়া হারবাং ফাঁড়ির ইনচার্জ দেবাশীষ সরকার বলেন, গ্রেপ্তারকৃত নাছির মৃত হাবিবুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে ১টি মারামারি ও ৮টি বন মামলার ওয়ারেন্ট রয়েছে। সে দীর্ঘদিন পলাতক ছিল। হঠাত্ বাড়ি আসার সংবাদ গোপন সূত্রে পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
You must log in to post a comment.