Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / নির্বাচন সংক্রান্ত / চকরিয়া পৌর নির্বাচনে কাউন্সিলর পদে সাংবাদিক মিজবাউল হকের মনোনয়নপত্র দাখিল

চকরিয়া পৌর নির্বাচনে কাউন্সিলর পদে সাংবাদিক মিজবাউল হকের মনোনয়নপত্র দাখিল

Election - Mukul 22-02-16 (news 4pic) f1 (1)মুকুল কান্তি দাশ; চকরিয়াঃ

আগামী ২০ মার্চ অনুষ্ঠিতব্য চকরিয়া পৌরসভা নিবার্চনে প্রতিদ্ব›দ্বীতার লক্ষে সোমবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে ২নং ওয়ার্ডের কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন চকরিয়া সিটি কলেজের প্রভাষক, রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মিজবাউল হক। উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রির্টানিং অফিসার মো: সাখাওয়াত হোসেনের কাছে সোমবার বেলা ১টার দিকে তিনি মনোনয়নপত্র জমা দেন।

এসময় উপস্থিত ছিলেন সাবেক ব্যাংক কর্মকর্তা এবিএম সাকের, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি তাজুল ইসলাম, আওয়ামীলীগের সাবেক সভাপতি জাফর আলম, অধ্যাপক জোবাইদুল হক, মুক্তিযোদ্ধা মাহমুদ উল্লাহ, মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, হালকাকারা জামে মসজিদের খতিব হাফেজ গোলাম মোস্তফা বাচ্চু, জালিয়াপাড়া জামে মসজিদের খতিব মাওলনা মো: এরশাদ, মৎস্যজীবি নেতা আশরাফ আলী, চকরিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি এমআর মাহমুদ, চকরিয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি বশির আল মামুন, চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ওমর আলী, সাংবাদিক জহিরুল ইসলাম, সাংবাদিক এম জিয়াবুল হক, সাংবাদিক জহিরুল আলম সাগর, সাংবাদিক সাইফুল ইসলাম খোকন, সাংবাদিক আবদুল মজিদ, আওয়ামীলীগ নেতা বাচ্চু, জাফর আলম, যুবলীগ নেতা কফিল, সালাহউদ্দিন, রুবেল।

%d bloggers like this: