শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২, ০৫:২৮ অপরাহ্ন
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক সাবেক সাংসদ খান বাহাদুর মোস্তাক আহমদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের যুবকদের রাজনীতির সর্বশ্রেষ্ঠ সংগঠন হচ্ছে যুবলীগ। দেশে দক্ষ যুবশক্তি বিনির্মাণের দায়িত্ব যুবলীগকে নিতে হবে। অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে হলে যুবশক্তিকে কাজে লাগাতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রগতি যুব সমাজের অংশগ্রহণের উপর অনেকাংশেই নির্ভরশীল। তিনি আরও বলেন, কঠোর পরিশ্রম করে যাচ্ছেন সরকার। দেশকে এগিয়ে নিতে সরকার বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে যুবকদের উপর নির্ভর করেছেন।
গতকাল শনিবার ১১ নভেম্বর বিকাল তিনটায় যুবলীগের দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চকরিয়া পৌরসভা যুবলীগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। চকরিয়া পৌর যুবলীগের সভাপতি মো: হাসানগীর হোছাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম সোহেলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক খালেদ মাহমুদ মিঠুন, জেলা যুবলীগের সিনিয়র সভাপতি এড: শহীদুল্লাহ চৌধুরী, জেলা যুবলীগ নেতা পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি তপন কান্তি দাশ, কৈয়ারবিল আওয়ামীলীগ নেতা জাফর আলম সিকদার, পৌরসভা যুবলীগের সহ-সভাপতি খলিল উলাহ চৌধুরী, সহ-সভাপতি নুরুচ্ছ শফি, সাংগঠনিক সম্পাদক আবদুল হামিদ, জাহাঙ্গীর আলম, মিজানুর রহমান, উপ-প্রচার সম্পাদক সেলিম উদ্দিন, দপ্তর সম্পাদক শাহরিয়ার মোহেল, উপ-দপ্তর সম্পাদক মো: ইলিয়াছ, ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক জামাল উদ্দিন, অর্থ সম্পাদক মো: আরফাত, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক বেলাল উদ্দিন কামরান, সদস্য মিল্টন দাশ, সহ-সম্পাদক মো: শওকত, মোজাম্মেল হক, সদস্য জসিম উদ্দিন, ইব্রাহিম, আলাউদ্দিন, নুরুনবী, জাহেদ হোসেন বাবুল, ৩নং ওয়ার্ড সাবেক সভাপতি আবদুল হামিদ, ৭নং ওয়ার্ড সভাপতি মো: বেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মো: ছাদেক, ৩নং ওয়ার্ড সাধারণ সম্পাদক সাকিবুর রহমান কলিম, জমিরউদ্দিন, ২নং ওয়ার্ডের এমরান বাহাদুর, ৭নং ওয়ার্ডের মিজবা, হান্নান শাহ, জিয়াবুল হক, আবুল নছর, এরশাদুল হক জিসান ও মো: পারভেজ বাবু।
পরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকভাবে কেক কাটেন প্রধান অতিথি খান বাহাদুর মোস্তাক আহমদ চৌধুরী।
You must be logged in to post a comment.