শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২, ০৪:১২ অপরাহ্ন
চট্টগ্রামে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।
আগামী মঙ্গলবার ভোর ৬টা থেকে ২৪ ঘণ্টার ওই পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়।
শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির কথা জানান সংগঠনের নেতারা।
এ সময় লিখিত বক্তব্যে ফেডারেশনের আঞ্চলিক কমিটির সভাপতি মো. মুছা টার্মিনাল নির্মাণ, পুলিশি হয়রানি বন্ধসহ ৯ দফা দাবি উত্থাপন করেন।
তিনি জানান, দীর্ঘদিনের এসব সমস্যা সমাধানে আগে নিয়মতান্ত্রিকভাবে দাবি জানানো হলেও সরকার কার্যকর পদক্ষেপ না নেওয়ায় বাধ্য হয়ে তারা এ কর্মসূচি ঘোষণা করেছেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, চট্টগ্রাম মহানগরী, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি রুটে মঙ্গলবার ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টা এই পরিবহন ধর্মঘট চলবে।
এ সময় চার হাজার সিএনজিচালিত অটোরিকশার রেজিস্ট্রেশন দেওয়ারও দাবি জানান নেতারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি হাজী রুহুল আমিন, ফেডারেশনের আঞ্চলিক কমিটির কার্যকরী সভাপতি রবিউল মাওলা, আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক অলি আহমদ, আন্দোলন পরিচালনা কমিটির চেয়ারম্যান আবদুস সবুর, সদস্যসচিব হুমায়ুন কবির প্রমুখ।
সূত্র:risingbd.com,ডেস্ক।
You must be logged in to post a comment.