নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
কক্সবাজারের ঈদগাঁওর সংবাদকর্মী পুত্র জামির সফল অপারেশন সম্পন্ন হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক)।
জানা যায়, দৈনিক কক্সবাজার প্রতিদিনের স্টাফ রিপোর্টার, ঢাকাস্থ বাংলাদেশ সমাচারের উপজেলা প্রতিনিধি, ঐক্য পরিবারের এডমিন এম আবু হেনা সাগরের মেঝ ছেলে মোহাম্মদ জামি (৬) রক্ত শূন্যতার পাশাপাশি হার্নিয়া রোগেও আক্রান্ত ছিলেন।
দীর্ঘদিন যাবত ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের দশ তলায় ৮৪ নং শিশু ওয়ার্ডে চিকিৎসারত অবস্থায় ছিল। দীর্ঘ তিন বছরের বেশি সময় ধরে তার মাঝে রক্তশূন্যতা দেখা দেয়। সেই থেকে রক্ত দিয়ে যাচ্ছেন পরিবার।
৩০ নভেম্বর বিকেলে হার্ণিয়া রোগের সফল অপারেশন সম্পন্ন হয়। এতে মহান রাব্বুল আলামীনের কাছে শুকরিয়াও জ্ঞাপন করেন তার পরিবার। সেসাথে চিকিৎসকসহ যারা জামির অসুস্থ অবস্থায় প্রতিক্ষনে খোঁজ-খবর নিয়েছে তাদের প্রতিও কৃতজ্ঞ।