প্রায় চার বছর পর অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছে ব্যান্ডদল এলআরবি। অ্যালবামের নাম ‘রাখে আল্লাহ মারে কে’। এটি তাদের ১৩তম সংকলন। এর মধ্যে আইয়ুব বাচ্চুর সুর আর ব্যান্ডের নিজস্ব সঙ্গীতায়োজনে বেশ কিছু গানের রেকর্ডিং শেষ হয়েছে। দেশ-বিদেশে নিয়মিত স্টেজ শো করলেও গত চার বছর নতুন কোনো গান প্রকাশ করেনি এলআরবি।
অন্যদিকে ভক্তরাও নতুন গানের প্রত্যাশার কথা জানিয়েছেন। সেজন্য বিরতি দীর্ঘ না করে অ্যালবাম আয়োজন শুরু করেছে তাঁরা। বেশ কিছু গান রেকর্ড হয়েছে। সেখান থেকে নির্বাচিত গান নিয়ে অ্যালবাম সাজাব। অ্যালবামটি বছরের শেষ দিকে সিডি ও ডিজিটাল মাধ্যমে প্রকাশের পরিকল্পনা আছে বলেও ব্যান্ড সদস্যরা জানান।
সূত্র: প্রিয়ডটকম,ডেস্ক।
You must log in to post a comment.