শুক্রবার, ১২ অগাস্ট ২০২২, ০৩:২৩ অপরাহ্ন
চীনে একটি বিদ্যুৎকেন্দ্রে নির্মাণাধীন প্ল্যাটফর্ম ধসে পড়ায় নিহত হয়েছেন কমপক্ষে ৪০ জন।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, জিয়াংশি প্রদেশের ফেচেং বিদ্যুৎকেন্দ্রে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এখনো বেশ কিছু মানুষ ধসে পড়া প্ল্যাটফর্মের নিচে চাপা পড়ে আছে। ঘটনাস্থলে কাজ করছেন উদ্ধারকর্মীরা।
চীনে শিল্প স্থাপনায় দুর্ঘটনা একটি সাধারণ ঘটনা। তিন দশক ধরে অর্থনীতিতে এগিয়ে গেলেও দুর্বল নিরাপত্তা ব্যবস্থার জন্য ক্ষোভ রয়েছে মানুষের মধ্যে। কয়লাখনি থেকে ফ্যাক্টরি পর্যন্ত হরহামেশা দুর্ঘটনা ঘটে থাকে।
তবে চীনা সরকার শিল্প স্থাপনায় নিরাপত্তা জোরদারে প্রতিশ্রুতি দিয়ে আসছে কিন্তু দুর্ঘটনার সংখ্যা কমেনি। এ সম্পর্কে প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, গত বছর তিয়ানজিনে বন্দরে বিস্ফোরণে ১৭০ জন নিহত হওয়ার ঘটনা থেকে কর্তৃপক্ষ শিক্ষা নিতে পারে।
সূত্র:risingbd.com,ডেস্ক।
You must be logged in to post a comment.