নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদের দ্বীনি শিক্ষা প্রতিণ্ঠান ইক্বরা তাহসীনুল কুরআন মাদ্রাসার বার্ষিক সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
১০ মার্চ ঈদগাঁও বাজারের দক্ষিন পাশে মাদ্রাসা প্রাঙ্গনে সকাল ৮টা হতে প্রতিযোগিতা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৭ম বার্ষিক সভায় তাশরীফ পেশ করেন- অত্র মাদ্রাসার সভাপতি ও ঈদগাঁও বাজার জামে মসজিদের খতিব হাফেজ জহিরুল ইসলাম, বান্দরবানের লামার ফাইতং সোবাহানিয়া নুরুল উলুম মাদ্রাসার পরিচালক হয়রতুল আল্লাম সরওয়ার আলম কুতুবী, গোমাতলী হোসাইনিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা ইমাম জাফর আলম, মাইজ পাড়া আজিজিয়া নুরুল উলুম মাদ্রাসার শিক্ষক হাফেজ মুবিনুল হক জমিরী, মাদ্রাসা ডিরেক্টরও ঈদগাহ মডেল হাসপাতাল এন্ড ডায়াবেটিস কেয়ার সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার মোহাম্মদ ইউসুফ আলী।
মাদ্রাসা মতোয়াল্লী এম মমতাজুল ইসলামের সভাপতিত্বে এ বার্ষিক সভায় বক্তাদের বয়ান শুনেন লোকজন। বার্ষিক সভার পূর্বে মাদ্রাসা থেকে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।
You must log in to post a comment.