শনিবার, ২০ অগাস্ট ২০২২, ০৯:১৮ পূর্বাহ্ন
সংবাদদাতা; ঈদগাঁও :
কক্সবাজার সদরের ঈদগাঁওর জালালাবাদ ইউনিয়নের ফরাজী পাড়াস্থ জালালাবাদ পাবলিক স্কুল এন্ড কলেজের জায়গা দখলে নিতে সন্ত্রাসীরা অস্ত্রের মহড়া দিচ্ছে। এ ঘটনায় এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে। ১৩ ডিসেম্বর বিকাল ৩টা ও ১৪ ডিসেম্বর বিকেলে পৃথক পৃথক এ ঘটনা ঘটে। পাবলিক স্কুল এন্ড কলেজের পক্ষে জালালাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমান উল্লাহ ফরাজীর পুত্র মোর্শেদুল আফরিন ফরাজী বাদী হয়ে ১৩ ডিসেম্বর ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রে বাহারছড়ার মোহাম্মদ ইসলামের পুত্র মনজুর আলম, গুরা মিয়ার পুত্র নুরুল হক, মৃত ইলিয়াছের পুত্র শামসুল আলম, আজম উল্লাহর পুত্র নুরুল ইসলাম, আমির হোছনের পুত্র রাসেল, ইসলামের পুত্র জিল্লু, শাহ আলমের পুত্র জানে আলম, আবুল কালামের পুত্র খলিলুর রহমানসহ অজ্ঞাতনামা ৫/৬ জনকে বিবাদী করে অভিযোগ দায়ের করেছে।
অভিযোগে প্রকাশ, মোর্শেদুল আফরিন ঈদগাঁও মৌজার বিএস খতিয়ান ৪০৪, ১১৩৪৫ নং দাগের আন্দর ৬০ শতক জমি ক্রয় করে পাবলিক স্কুল এন্ড কলেজ সম্প্রসারণের জন্য ১৩ ডিসেম্বর কাজের লোকজন নিয়ে জায়গায় কাজ করতে গেলে বর্ণিত বিবাদীরা জায়গায় অস্ত্রশস্ত্র নিয়ে বাদীকে হত্যার চেষ্টা করলে সে দৌড়ে কোন রকম আত্মরক্ষা করে।
অভিযোগটি ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আমজাদ আলীর নিকট তদন্তাধীন রয়েছে। এদিকে বর্ণিত বিবাদীরা ১৪ ডিসেম্বর বিকেলে ঐ এলাকার মৃত আবদুর রহমানের পুত্র মোহাম্মদ আয়ুব (৩৫) কে ওই ঘটনাকে কেন্দ্র করে দা দিয়ে কুপিয়েছে বলে বাদী এ প্রতিবেদককে জানান। হামলার পরপরই এসআই আমজাদ আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গুরুতর আহত আয়ুব কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
You must be logged in to post a comment.