সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ক্রীড়া / জালালালাবাদে ঐতিহ্যবাহী গরুর লড়াই দেখতে উপচে পড়া ভিড়

জালালালাবাদে ঐতিহ্যবাহী গরুর লড়াই দেখতে উপচে পড়া ভিড়

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2020/12/Sports-Bullfighting-1.jpg?resize=540%2C361&ssl=1

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার জালালাবাদে ঐতিহ্যবাহী গরুর লড়াই দেখতে কৌতুহলী লোকজনের উপচে পড়া ভিড় যেন চোখে পড়ার মত।

গতকাল সকালেই ইউনিয়নের বটতলী পাড়াস্থ রেললাইন রাস্তার পাশে জমজমাট গরুর লড়াই অনুষ্টিত হয়েছে। জালালাবাদ ইউনিয়ন পরিষদ মেম্বার আরমান উদ্দিনের উদ্যোগে ঐতিহ্যবাহী লড়াই অনুষ্টিত হয়। গরুর লড়াই দেখতে বৃহত্তর এলাকার বিভিন্ন স্থান হতে এসেই জমায়েত হন বিপুল সংখ্যক মানুষ।

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2020/12/Sports-Bullfighting-2.jpg?resize=540%2C353&ssl=1গরুর লড়াই উদ্বোধন করেন, জালালাবাদ ইউপি চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ, প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি সাবেক ছাত্রনেতা আবু তালেব। খেলাটি দেখতে আসেন সদর আ,লীগ উপ প্রচার সম্পাদক মো: শরিফ, সদর যুবলীগের সহ সভাপতি মিজানুল হক, উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলামসহ জনপ্রতিনিধিও বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।

আয়োজকরা জানান,জেলার মহেশখালী, কুতুবদিয়া, চকরিয়া, টেকনাফ, বৃহত্তর ঈদগাঁওর বিভিন্ন স্থান হতে গরু এনে থাকেন লোকজন। লড়াইয়ে চ্যাম্পিয়ন হওয়া গরুর মালিকের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁও যুব ঐক্য পরিবারের সাথে পোকখালী যুব উন্নয়ন সংগঠনের মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলার অনন্য সামাজিক সংগঠন ঈদগাঁও যুব ঐক্য পরিবারের ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/