এক দম্পতির জমজ সন্তান হয় একটি হাসপাতালে। জরুরী প্রয়োজনে যমজ সন্তানের পিতা তার বাসার কাজের বুয়াকে সন্তানের কাছে রেখে হাসপাতালে বাহিরে যায়। ঐ সুযোগে কাজের বুয়া একটি সন্তান চুরি করে পালিয়ে যায়। কোনভাবেই তাকে আর খুঁজে পাওয়া যায় না।
অনেক বছর পর পিতার কাছে থাকা জমজ সন্তানের একজন (জাহিদ হাসান) তার পিতার ব্যবসা দেখাশুনা করেন। কিন্তু ব্যবসার কারণে তাদের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে অন্য এক ব্যক্তি (আলীরাজ)। ব্যবসায়িক কারণে দু জনের মধ্যে শুরু হয় ব্যবসায়ীক লড়াই। এভাবেই এগিয়ে যেতে থাকে গল্প। আর এমন গল্প নিয়েই নির্মাণ হয়েছে বিশেষ নাটক ‘ফটোকপি প্লাস’।
এটিএন বাংলায় ঈদ উল ফিতরের বিশেষ অনুষ্ঠানমালায় ঈদের তৃতীয়দিন, রাত ৮টা ৫০মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘ফটোকপি প্লাস’। আহসান আলমগীর এর রচনায় নাটকটি পরিচালনা করেছেন মজিবুল হক খোকন। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, নওশীন, আলীরাজ, অঞ্জলী, সাথী প্রমুখ।
সূত্র:priyo.com
You must log in to post a comment.