বার্তা পরিবেশক :
কক্সবাজার শহরের বার্মিজ স্কুল সংলগ্ন টেকপাড়া নিবাসী মৃত হাজী কালা মিয়ার পুত্র এবং কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সিনিয়র সদস্য মোশতাক আহামদ এডভোকেট-১ বার্ধক্যজনিত কারণে অদ্য ২৪ মার্চ ভোর ৫ টার সময় ইন্তেকাল করেন (ইন্না…. রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।
আজ বৃহস্পতিবার বিকেল ৫ টায় শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
কক্সবাজার শহরের বার্মিজ স্কুল সংলগ্ন টেকপাড়া নিবাসী মৃত হাজী কালা মিয়ার পুত্র এবং কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সিনিয়র সদস্য মোশতাক আহামদ এডভোকেট-১ এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি এডভোকেট আবুল কালাম ছিদ্দিকী ও সাধারণ সম্পাদক এডভোকেট আ.জ.ম মঈন উদ্দীন গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
You must log in to post a comment.