শনিবার, ২০ অগাস্ট ২০২২, ০৭:৪৪ পূর্বাহ্ন
বার্তা পরিবেশক:
সদ্য যোগদানকারি কক্সবাজারের পুলিশ সুপার ড. এ কে এম ইকবাল হোসেন বলেছেন- ‘পৃথিবী জুড়ে ভাল-মন্দ রয়েছে। কিছু মানুষ পৃথিবীকে অস্থিতিশীল করে তোলে,সমাজকে ধ্বংস করতে অপ- তৎপরতা চালাই। তবে বেশির ভাগ মানুষ শান্তির পক্ষে, তারা শান্তি চাই। শান্তিপ্রিয় মানুষের ঐক্য আর সমন্বিত প্রচেষ্টা থাকলে অপ-শক্তি কখনো মাথাচড়া দিয়ে উঠতে পারেনা। তাই সকল সম্প্রদায়ের শান্তিপ্রিয় মানুষ একতাবদ্ধ হলে সমাজ থেকে অশান্তি দূর করা সম্ভব হবে।’ তিনি আরো বলেন-‘ধর্মের সম্প্রীতি বিনষ্টকারি দেশ ও জাতির শত্রু। তাদের কোনভাবে সহ্য করা হবেনা।’ তিনি সবার সহযোগিতা কামনা করে বলেন-‘সমন্বিতভাবে কক্সবাজারের আইন শৃংখলা যেমন রক্ষা করা হবে, তেমনি ধান্দাবাজ ও সুবিধাভোগী ব্যক্তিদের প্রশ্রয় দেয়া হবেনা, প্রয়োজনে তাদের শায়েস্তা করা হবে।’
৩ জানুয়ারী বিকালে জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে সাক্ষাতকালে তিনি সকল সম্প্রদায়ের সম্প্রীতি রক্ষায় সদা সচেষ্ট ও নিবেদিত থাকবেন বলে জানান।
নবাগত পুলিশ সুপারের সাথে সাক্ষাত করেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট রনজিত দাশ, সহ সভাপতি ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টি অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন, সহ সভাপতি রতন দাশ, উদয়শংকর পাল মিঠু, সাধারণ সম্পাদক বাবুল শর্মা, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক দীপক শর্মা দীপু, কর্মকর্তা স্বপন দাশ, সাংবাদিক চঞ্চল দাশগুপ্ত, সদর উপজেলা পূজা কমিটির সভাপতি দীপক দাশ, পৌর পূজা কমিটির সাধারণ সম্পাদক ডা: চন্দন কান্তি দাশ।
এসময় জেলা পূজা কমিটির পক্ষ থেকে নবাগত পুলিশ সুপার ড. এ কে এম ইকবাল হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে অভিসিক্ত করা হয়।
পরে পূজা কমিটির নেতৃবৃন্দ বিদায়ী পুলিশ সুপার শ্যামল কুমার নাথের সাক্ষাত করেন এবং ফুল দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
You must be logged in to post a comment.