বার্তা পরিবেশক :
কক্সবাজার জেলার রামু উপজেলার বৃহত্তর জোয়ারিয়ানালা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান (২বার) আলহাজ্ব মোতাহারুল হক সিকদার কিডনি রোগে আক্রান্ত হয়ে ২৬ এপ্রিল মঙ্গলবার বিকেল ৩.৪০ মিনিটের সময় ফুয়াদ আল খতিব হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৬৫ বছর। এসময় তিনি ২পুত্র ১কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার সকাল ১০ টার সময় জোয়ারিয়ানালা হাই স্কুল মাঠে মরহুম আলহাজ্ব মোতাহরুল হক সিকদারের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য যে, জোয়ারিয়ানালা হাই স্কুল, জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয় ও ঘোনারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির বর্তমান সভাপতি ছিলেন। এছাড়া তিনি জোয়ারিয়ানালা সোনাইছড়ি খালপানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতির দায়িত্ব পালন করছিলেন। তিনি ২০১৫ সালে জাতীয় শ্রেষ্ঠ সমবায়ী পুরস্কার লাভ করেন।
You must log in to post a comment.