সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / টেকনাফে ইয়াবা উদ্ধার : ইয়াবা ব্যবসায়ী মায়ের সাথে ১০ম শ্রেনীর ছাত্রী আটক

টেকনাফে ইয়াবা উদ্ধার : ইয়াবা ব্যবসায়ী মায়ের সাথে ১০ম শ্রেনীর ছাত্রী আটক

Yaba-Handcaff - Giasuddin 24,07,16 news 1pic (1)

গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :

কিছুইতে থামছেনা মিয়ানমারে উত্পাদিত মরণ নেশা ইয়াবা পাচার, ইদানিং ইয়াবা পাচারে পুরুষদের পাশাপাশি জড়িয়ে পড়ছে নারী, যুবতী ও কিশোরীরা। উদ্দেশ্য ইয়াবা ব্যবসা করে রাতারাতি কোটিপতি হওয়া। গত কয়েক মাস ধরে টেকনাফ ২ বিজিবি সদস্যরা ইয়াবাসহ আটক করছে নারী ও অল্প বয়সী যুবতীসহ বেশ কয়েকজন পাচারকারিকে। সেই ধারাবাহিকতায় ২৪ জুলাই গভীর রাতে সু-দুর ঢাকা থেকে এসে টেকনাফ থেকে ইয়াবা নিয়ে যাওয়ার সময় বিজিবি জালে ধরা পড়ল তিন জন মহিলা ও এক যুবক।

বিজিবি সুত্রে আরো জানা যায়, ২৪ জুলাই গভীর রাতে দমদমিয়া বিওপির সদস্যরা গোপন সংবাদে টেকনাফ থেকে ছেড়ে যাওয়া কক্সবাজারগামী যাত্রীবাহী স্পেশাল সার্ভিসে তল্লাশী চালিয়ে প্রায় ২০ হাজার ইয়াবাসহ ঢাকা কদমতলী এলাকার মৃত শাহজাহান মিয়ার ছেলে মো: হাফিজ (২৮), ফরিদপুর সদর এলাকার ওবাইদুর রহমানের স্ত্রী সুমি আক্তার (২০), ঢাকা শ্যামপুর এলাকার মো. সেলিমের স্ত্রী মোছাম্মত্ আলো (৪৫) ও তার স্কুল পড়ুয়া মেয়ে ১০ম শ্রেনীর ছাত্রী তিনা আক্তার (১৬) কে আটক করে। আটক করার পর ইয়াবাসহ এই ৪ জন পাচারকারিকে টেকনাফ থানায় সোর্পদ করা হয়েছে।

এই সংবাদের সত্যতা নিশ্চিত করে ২ বিজিবি অধিনায়ক লে: কর্ণেল আবুজার আল জাহিদ জানান, ইদানিং ইয়াবা পাচারে নারীদের সংখ্যা বাড়ছে উদ্দেশ্য এই ব্যবসা করে কম সময়ে বেশি টাকার মালিক হওয়া। তিনি আরো জানান, ইয়াবা ব্যবসায়ীরা তাদের নিত্য নতুন কৌশলে পুরুষদের পাশাপাশি নারীদেরকেও ইয়াবা পাচারে ব্যবহার করছে। পাচারকারীরা যতই কৌশল অবলম্বন করুক না কেন তাদেরকে ধরতে আমাদের সদস্যরা সদা প্রস্তুত রয়েছে।

এদিকে ইয়াবাসহ ধরা পড়া ১০ম শ্রেনীর ছাত্রী তিনা আক্তার বলেন, ঢাকা থেকে টেকনাফে এসেছি বেড়াতে কিন্তু ঢাকা যাওয়ার সময় আমার মা আলো ও তার দুই সহযোগী মো: হাফিজ, সুমি ইয়াবা নিয়ে যাবে তা আমি বুঝতে পারিনি। যদি বুঝতে পারতাম আমার মা ইয়াবা ব্যবসায়ী তাহলে আমার মায়ের সাথে এই এলাকায় আসতাম না। ১৬ বছরের যুবতী তিনা কেঁদে কেঁদে আরো বলেন, এখন আমার লেখাপড়া কি হবে? কবে আমি কারাগার থেকে মুক্তি পাবো? একমাত্র আল্লাহপাক যানে। আজ আমার এই জীবনের একমাত্র ক্ষতির কারণ হচ্ছে আমার টাকা লোভী মা।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

রামুতে তরমুজের দাম চডা :হিমশিম খাচ্ছে ক্রেতারা

  কামাল শিশির; রামু :কক্সবাজারের রামু উপজেলার বিভিন্ন স্থানে পবিত্র মাহে রমজানের শুরুতে বিভিন্ন এলাকায় ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/