Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / অপরাধ, আইন-আদালত / টেকনাফে ভূমিদস্যু কর্তৃক জোরপূর্বক জমি দখলের চেষ্টা : দু’পক্ষের সংঘর্ষের আশংকা

টেকনাফে ভূমিদস্যু কর্তৃক জোরপূর্বক জমি দখলের চেষ্টা : দু’পক্ষের সংঘর্ষের আশংকা

Hamla - Teknafনিজস্ব প্রতিনিধি; টেকনাফ :

সীমন্ত উপজেলা টেকনাফ পৌরসভার শীলবনিয়াপাড়ায় ভূমিদস্যু কর্তৃক জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় টেকনাফ মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এনিয়ে দু-পক্ষের সংঘর্ষের আশংকা দেখা দিয়েছে।

জানা যায়, টেকনাফ সদর ইউনিয়নের কচুবনিয়ার ফজল আহমদের ছেলে ইসলাম ১ অক্টোবর ১৪ ইং তারিখে টেকনাফ সাব রেজিষ্ট্রি অফিসে ১৮৮৬ নং কবলামূলে রেকর্ডীয় বিএস ৭৮১ ও ৭৮২ খতিয়ানের ১৮৮৩ দাগের ৮৩ শতক জমির মালিক সাহেদা বেগমের ওয়ারিশ হতে ০.১৬১৬ শতক জমি খরিদ করেন। যা নামজারী ও সৃজিত খতিয়ান ৭৩৫৯ চূড়ান্ত হয়ে বর্তমানে ভোগ দখল করে আসছে।

দীর্ঘদিন পর এলাকার সন্ত্রাসী, ভূমিদস্যু ও মাস্তান প্রকৃতির স্বভাবের লোক টেকনাফ পৌরসভার শীলবনিয়াপাড়ার আলমগীর, জালিয়াপাড়ার আবুল কালাম, পুতুইন্ন্যা, নবী হোছন, মো: ইয়াছিন ও কুলালপাড়ার মুফিজের নেতৃত্বে একদল যুবক রাতের জমি দখলের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। বর্তমানে অভিযোগটি টেকনাফ মডেল থানার এসআই মুফিজুল ইসলাম খানের নিকট তদন্তধীন রয়েছে।

Leave a Reply