নিজস্ব প্রতিনিধি, টেকনাফ:
সীমান্ত উপজেলা টেকনাফে মোস্তাক আহাম্মদ প্রঃ মোস্তাক ডাকাত (৩৫)কে আটক করেছে পুলিশ। আটক ডাকাত মোস্তাক টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকার মৃত বদিউজ্জামানের ছেলে বলে জানায়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আতাউর রহমান খোন্দকার জানান, ১১ আগষ্ট মঙ্গলবার দুপুর ১ টার দিকে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়ার নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদে টেকনাফ পৌরসভার উপজেলা পরিষদ সংলগ্ন পল্লী বিদ্যুৎ অফিসের সামনের এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ডাকাত মোস্তাকের বিরুদ্ধে থানায় ডাকাতি, মানব পাচার, ইয়াবাসহ একাধিক মামলা রয়েছে। সংশ্লিষ্ট মামলায় বুধবার তাকে কক্সবাজার আদালতে প্রেরন করা হবে বলে জানিয়েছেন।