টেকনাফে ৪ হাজার পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত নারী হচ্ছে, টেকনাফ পৌরসভার কায়ুখখালী পাড়া এলাকায় হাসু মিয়ার স্ত্রী রাফজান বেগম রাজু (৩৫) বলে জানায়। ১৫ আগষ্ট শনিবার দুপুর দেড়টার দিকে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়ার নেতৃত্বে একদল পুলিশ টেকনাফ পৌরসভার কায়ুখখালী পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ১২ লাখ টাকা বলে জানায়। উদ্ধার ইয়াবাসহ আটক মহিলার বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হচ্ছে বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানার ওসি মোঃ আতাউর রহমান খোন্দকার।