সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ডাক্তার মহিউদ্দিন হত্যা মামলা থেকে অব্যাহতি পেলেন চেয়ারম্যান ভুট্টো

ডাক্তার মহিউদ্দিন হত্যা মামলা থেকে অব্যাহতি পেলেন চেয়ারম্যান ভুট্টো

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2021/01/Bhuttu-Kamal-3-1-21-news.jpg?resize=540%2C347&ssl=1

ঈদগড়ের চেয়ারম্যান ফিরোজ আহমদ ভূট্টো

কামাল শিশির; রামু :

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড়ের ডাক্তার মহিউদ্দিন হত্যা মামলা থেকে অব্যাহতি পেলেন ঈদগড় ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমদ ভূট্টো। ২০ মার্চ কক্সবাজার আদালত হতে তিনি অব্যাহতি পান।

জানা যায়, ২০১৪ সালে ঈদগড় ইউনিয়ন আওয়ামী লীগের তৎকালীন প্রচার সম্পাদক পশু চিকিৎসক মহিউদ্দিন তাঁর নিজ বাড়িতে রাতের আঁধারে নির্মমভাবে হত্যার শিকার হন।

উক্ত হত্যা মামলায় ঈদগড়ের বর্তমান চেয়ারম্যান ফিরোজ আহমদ ভুট্টোকে প্রধান আসামি করে হত্যা মামলা রুজু করা হয়।

অপরদিকে মামলা তদন্তে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা মাঠে নামে। নানা ইনভেস্টিগেশন এর ভিত্তিতে আদালত কর্তৃক চেয়ারম্যান ভুট্টোকে অব্যাহত প্রদান করেন বলে জানান, ঈদগড় ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ফিরোজ আহমদ ভুট্টো।

চেয়ারম্যান ভুট্টো এক প্রতিক্রিয়ায় জানান, সত্যের জয় হয়েছে। যারা আমাকে ষড়যন্ত্র করে নির্বাচনে পরাজিত করতে চেয়েছে পাশাপাশি বিভিন্ন হত্যা মামলায় আসামি করেছে তারা আজ পরাজিত। এই জয়, সততার জয়, এই জয়, জনতার বিজয় বলে অবহিত করেন।

তিনি আধুনিক ঈদগড় গড়তে সকলের সহযোগিতা কামনা করছেন এবং সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

Share

Advertisement

x

Check Also

ফাঁসিয়াখালীতে বন্যহাতির তান্ডবে ফসলের ব্যাপক ক্ষতি, #https://coxview.com/animal-elephent-rafiq-28-9-23/

ফাঁসিয়াখালীতে বন্যহাতির তান্ডবে ফসলের ব্যাপক ক্ষতি

বন্যহাতির তান্ডবে ফসলি ক্ষেত মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :পাহাড়ি বন্যহাতির তান্ডবে দিশাহারা হয়ে পড়েছেন পার্বত্য ...

%d bloggers like this: