শনিবার, ২০ অগাস্ট ২০২২, ০৮:১৯ পূর্বাহ্ন
জাতীয় পার্টির চেয়ারম্যান প্রাক্তন রাষ্ট্রপতি এইচ এম এরশাদ বলেছেন, কেউ আমার ওপর সুবিচার করেনি। সবাই আমাকে পায়ে দড়ি দিয়ে রাখতে চায়। এই দড়ি ছিঁড়ে ফেলতে হবে।
বুধবার সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মহাসমাবেশ উপলক্ষে এই প্রতিনিধি সভার আয়োজন করে জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণ।
এরশাদ বলেন, ‘২৬ বছর আগে ক্ষমতা ছেড়েছি। যেদিন ক্ষমতা ছেড়েছি সেদিন থেকেই দুঃখের সাগরে ভাসছি। কোনো কূল-কিনারা পাইনি। এই দুঃখের দিনের অবসান ঘটাতে হবে।’
সম্প্রতি উচ্চ আদালতে এরশাদের দুর্নীতি মামলা সচল হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘এক মাসে আগে আমার বিরুদ্ধে আবার নতুন মামলা চালু হয়েছে। প্রতিটি সময় আমার শঙ্কায় কাটে। আসলে সবাই চায় এরশাদকে পায়ে দড়ি দিয়ে রাখতে হবে। এ দড়ি ছিঁড়ে ফেলতে হবে।’
এরশাদ বলেন, ‘একটি শক্তিশালী জাতীয় পার্টিই আমাকে দুঃখের সাগর থেকে মুক্তি দিতে পারে। কারণ, দুর্বলের সঙ্গে কেউ হাত মেলায় না।’
তিনি বলেন, ‘১ জানুয়ারি মহাসমাবেশে লক্ষ লক্ষ লোকের সমাগম ঘটিয়ে প্রমাণ করতে হবে জাতীয় পার্টি ফেলনা নয়। শক্তিশালী রাজনৈতিক দল।’
জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবু হোসেন বাবলা এমপির সভাপতিত্বে আলোচনা সভায় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ, অ্যাডভোকেট শেখ সিরাজুল ইসলাম, এম ফয়সাল চিশতী উপস্থিত ছিলেন।
সূত্র:risingbd.com,ডেস্ক।
You must be logged in to post a comment.