Home / প্রচ্ছদ / নতুন বছরের শুরুতেই… ঈদগাঁওতে স্কুল ড্রেস সেলাইয়ে ব্যস্তমুখর অর্ধশতাধিক টেইলার্স

নতুন বছরের শুরুতেই… ঈদগাঁওতে স্কুল ড্রেস সেলাইয়ে ব্যস্তমুখর অর্ধশতাধিক টেইলার্স

Teilorsএম আবু হেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ব্যস্ততম বাণিজ্যিক নগরী হিসাবে সুপরিচিত ঈদগাঁও বাজারে নতুন বছরের শুরুতে বৃহত্তর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্কুল ড্রেস সেলাইয়ে ব্যস্তমুখর হয়ে পড়েছে অর্ধশতাধিক টেইলার্স।

জানা যায়, জেলা সদরের বহুল আলোচিত বাণিজ্যিক এলাকা ঈদগাঁও বাজার নির্ভর পার্শ্ববর্তী সাত ইউনিয়ন। এমনকি এসব ইউনিয়নের মধ্যে- ইসলামপুর, ইসলামাবাদ, পোকখালী, জালালাবাদ, চৌফলদন্ডী, ভারুয়াখালী ও ঈদগাঁওয়ের প্রত্যন্ত গ্রামগঞ্জের অসংখ্য শিক্ষার্থীরা নানা মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হয়ে নতুন বছরের শুরুতেই বিদ্যালয়ে পা বাড়াতে গিয়ে স্কুল ভিত্তিক ড্রেস সেলাইয়ে কর্মব্যস্ততা চোখে পড়ছে টেইলার্সগুলোতে। সে সাথে বৃহত্তর এলাকার সাত ইউনিয়নে একাধিক মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, আধুনিক একাডেমীতে ভর্তি হয়েছে গ্রামগঞ্জের অসংখ্য শিক্ষার্থী। সে হিসেবে বৃহত্তর এলাকার নতুন শিক্ষার্থীদের স্কুল মুখী করতে গিয়ে ড্রেস বাধ্যতামূলক হয়ে পড়েছে। সে প্রয়োজনে অভিভাবকরা শিক্ষার্থীদের নিয়ে ঈদগাঁও বাজারে টেইলার্সে এসে পছন্দ মোতাবেক কাপড় দিয়ে ড্রেস বানাতে যাচ্ছে। এমনকি কেউ কেউ আগে-ভাগে ড্রেস তৈরি করে রেখেছে।

এ ব্যাপারে ঈদগাঁও বাজারের মসজিদ মার্কেটস্থ সৌখিন টেইলার্সের সত্বাধিকারী এম. নুরুল আবছার জানান- তার টেইলার্সে দৈনিক বৃহত্তর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ত্রিশটির অধিক ড্রেস অর্ডার পড়ে। তার পাশাপাশি অন্যান্য টেইলার্সেও একের অধিক ড্রেস সেলাই করতে গিয়ে হিমশিম খাচ্ছে দর্জিরা। ঈদগাঁও বাজারের একাধিক টেইলার্স ঘুরে দেখা যায়, শিক্ষার্থীদের নতুন ড্রেস সেলাইয়ে দর্জিরা দিনরাত নির্ঘুমভাবে ব্যস্ত সময় পার করছে। সে সাথে এ ব্যস্ততা মৌসুম ভিত্তিক বলেও জানা যায়।

বেশ ক’জন ড্রেস সেলাই করতে আসা শিক্ষার্থীর মতে, তারা উৎসাহ উদ্দীপনামুখর পরিবেশে নতুন বছরে নতুন স্কুলে যাওয়ার লক্ষ্যে ড্রেস সেলাই করতে আসছে পিতা-মাতা কিংবা পরিবারের অন্যদের সাথে।

%d bloggers like this: