চলতি বছরের মাঝামাঝি ব্যবসা শুরু করার ঘোষণা দিয়েছিলেন নিপুণ। গুলশান ১-এ একটি ফ্লোরও ভাড়া করেন তিনি। তবে ঠিক কী ব্যবসা করবেন, তা নিয়ে এত দিন দ্বিধা-দ্বন্দ্বে ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই অভিনেত্রী।
এবার সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন তিনি। একটি অত্যাধুনিক পার্লার খুলতে যাচ্ছেন। এরই মধ্যে পার্লারের জন্য আনুষঙ্গিক জিনিসপত্রও কিনে ফেলেছেন। এখন চলছে ডেকোরেশনের কাজ। থার্টিফার্স্ট নাইটে এর উদ্বোধন করবেন বলেও জানালেন নিপুণ। তিনি বলেন,
‘আমন্ত্রণপত্র তৈরি করেছি। সামনের সপ্তাহ থেকে অতিথিদের কাছে পাঠাব। সাধারণত পার্লার বলতে যেটা বোঝায়, আমারটা তার থেকে একটু আলাদা। এখানে স্পা করা যাবে। তাছাড়া বিদেশি বিউটিশিয়ানরাও কাজ করবেন। আমার বিশ্বাস, এটি আন্তর্জাতিক মানের হবে।’
– প্রতিক্ষণডটকম,ডেস্ক।
You must log in to post a comment.