গানের কথায় হালের সব জনপ্রিয় উপাদান- স্ট্যাটাস আমার সিঙ্গেল দেখে প্রেমের ছড়াছড়ি। সেলফি নিতে চায়রে সবাই লাগায় হুড়োহুড়ি। ডানা কাটা পরী। এমন কথায় ফের আইটেম গানে নাচলেন পরী মনি।
শাইনিং শাইনিং লুকে এবার আরও ধারালো রূপ নিয়ে হাজির হলেন তিনি আইটেমে। নাচ গানের আড়ালে আগুনমুখও দেখালেন কয়েকবার। শনিবার রাত আটটায় প্রকাশিত হয়েছে ‘রক্ত’ চলচ্চিত্রের আইটেম গান।
গানটি লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায়, কম্পোজ করেছেন আকাশ। বাবা যাদবের কোরিওগ্রাফিতে বার ড্যান্সার হিসেবে নেচেছেন পরী মনি। চলচ্চিত্রটির শ্যুটিং এখনো চলছে। ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় চলচ্চিত্রটি আসছে কোরবাণী ঈদেই মুক্তি পেতে যাচ্ছে।
সূত্র:banglamail24.com, ডেস্ক।
You must log in to post a comment.