পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সাবেক গভর্নর সালমান তাসিরকে হত্যার দায়ে তার দেহরক্ষী ও এলিট ফোর্স কমান্ডো মুমতাজ কাদরিরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
সোমবার স্থানীয় সময় ভোর সাড়ে চারটার দিকে আদিয়ালা কারাগারে তার ফাঁসি কার্যকর করা হয়।
২০১১ সালের ৪ জানুয়ারি ইসলামাবাদের কোহসর বাজারে তাসিরকে গুলি করে হত্যা করেন কাদরি। এই খুনের মামলায় কাদরিকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয় পাক আদালত।
পাকিস্তানের ধর্মের অবমাননা আইনের বিরোধিতা করার জন্যই তাসিরকে খুন করা হয়েছে বলে জানায় কাদরি।
স্থানীয় পুলিশের পদস্থ কর্তা সাজিদ গোন্ডাল কাদরির ফাঁসির খবর জানিয়েছেন। তিনি জানান, সোমবার ভোরে কাদরির ফাঁসি হয়। দেশটির পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করে।
এর আগে, কাদরি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করলেও তা নাকোচ করে দেয়া হয়।
ইতোমধ্যে কাদরির দেহ তার পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে। গতকাল রাতে পরিবারের সদস্যরা কাদরির সঙ্গে দেখা করেন।
সূত্র: প্রিয়ডটকম,ডেস্ক।
You must log in to post a comment.