Home / প্রচ্ছদ / পাকিস্তানে অভিনেত্রী খুন

পাকিস্তানে অভিনেত্রী খুন

Moshrat Shahinপাকিস্তানে এবার দুষ্কৃতকারীদের গুলিতে খুন হলেন মুশারত শাহিন নামের এক জনপ্রিয় অভিনেত্রী। এ সময় অভিনেত্রীর পাশে ছিলেন তাঁর মা। দেশটির খাইবার পাখতুনওয়ায় এ ঘটনা ঘটে।

মাকে নিয়ে নৌসেরা জেলার এক বাজারে গিয়েছিলেন পাস্তো অভিনেত্রী শাহিন। হঠাত্ বাইক চড়ে আসা একদল দুষ্কৃতীকারী এলোপাথাড়ি গুলি চালাতে থাকে।

বিপদ বুঝে মাকে নিয়ে একটা দোকানের ভিতর ঢোকার চেষ্টা করেন শাহিন। কিন্তু দুষ্কৃতীরা তাঁকে তাড়া করে এলোপাথাড়ি গুলি চালিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।

এর পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ঘটনাস্থলেই মারা যান অভিনেত্রী। ঘটনার তদন্ত শুরু করে কোন কূলকিনারা পাচ্ছে না পুলিশ। খুনের মোটিভ নিয়ে সন্দিহান পুলিস।

এ ঘটনায় পুলিশ খুনের মামলা দায়ের করেছে। এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

– শীর্ষ নিউজ, ডেস্ক।

Leave a Reply

%d bloggers like this: