Home / প্রচ্ছদ / পানি সম্পদমন্ত্রী কক্সবাজার আসছেন শুক্রবার

পানি সম্পদমন্ত্রী কক্সবাজার আসছেন শুক্রবার

Anisul Islam Mahmudনিজস্ব প্রতিবেদক

পানি সম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ ২৮ আগস্ট ১ দিনের সফরে কক্সবাজার আসছেন। বন্যায় ক্ষতিগ্রস্ত উপজেলা সমূহ পরিদর্শনসহ বেশকিছু কর্মসূচী রয়েছে এ সফরে।

তিনি ঢাকা থেকে রওনা দিয়ে সকাল সাড়ে ১১ টায় কক্সবাজারে পৌঁছবেন এবং স্পীড বোটযোগে পেকুয়া, চকরিয়া এবং মহেশখালীতে ক্ষতিগ্রস্ত পোল্ডার সমূহ পরিদর্শন করবেন।

দুপুর আড়াইটায় চকরিয়ায় উপস্থিত এবং বিশ্রাম শেষে সড়ক পথে চট্টগ্রামের উদ্দেশ্যে চকরিয়া ত্যাগ করবেন।

উল্লেখ্য গেল বন্যায় সদর এবং রামুতে পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন রক্ষা বাধ ক্ষতিগ্রস্ত হলেও পানি সম্পদ মন্ত্রীর সফরসূচীতে এ দু’উপজেলা অন্তর্ভুক্ত না হওয়ায় হতাশ ক্ষতিগ্রস্তরা।

Leave a Reply

%d bloggers like this: