এখন থেকে সারাদেশের বেসরকারি শিক্ষক নিয়োগ দেয়া হবে অনলাইনের মাধ্যমে। এ জন্য সরকারি কর্মকমিশন বা পিএসসি’র আদলে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এই প্রক্রিয়া শুরু হবে এপ্রিল মাস থেকে।
রোববার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এনটিআরসিএ এবং টেলিটক বাংলাদেশ লি: এর মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্য জানান।
তিনি বলেন, ‘এই প্রক্রিয়ায় বিটিআরসি এবং এনটিআরসিএ’র একটি কমিটি গঠন করা হবে। আর এর মাধ্যমেই পুরো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।’
শিক্ষামন্ত্রী বলেন, ‘সারাদেশে ৩৬ হাজার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ বিভিন্ন নিয়মে সম্পন্ন হয়। আমরা একটি স্বচ্ছ প্রক্রিয়ায় পুরো দেশের বেসরকারি শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে চাই।’
মন্ত্রী বলেন, ‘শিক্ষক নিয়োগের বিষয়ে ২০১০ সালে একটি আলাদা আইন করা হয়েছে। এ আইনের আওতায় পিএসপির আদলে আর এনটিআরসিএ প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষক নিয়োগ দেয়া হবে। আমরা সেই কাজ শুরু করবো আগামী মাস থেকে।’ মন্ত্রী আশা করেন, এর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আসবে এবং ভোগান্তি দূর হবে।
এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য টেলিটক বাংলাদেশ লিমিটেডের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের একটি চুক্তি স্বাক্ষর হয়। অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, ‘সারাদেশে টেলিটকের নেটওয়ার্ক শক্তিশালী করা হবে।’
সূত্র: গ্লোবটুডেবিডিডটকম,ডেস্ক।
You must log in to post a comment.