আফগানিস্তানের রাজধানী কাবুলের কাছে পুলিশের সদ্য উত্তীর্ণ ক্যাডেটদের একটি কনভয়ে আত্মঘাতী হামলায় এখন পর্যন্ত ৪০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের অধিকাংশই নতুন পুলিশ সদস্য।
প্রশিক্ষণ শেষে গ্রাজুয়েশন অনুষ্ঠান থেকে ফেরার পথে পর পর দুটো হামলা হয়। স্থানীয় গভর্নর হাজি মোহাম্মদ মুসা খান বিবিসিকে জানিয়েছে, হামলায় বহু লোক জখম হয়েছে।
দীর্ঘদিন আফগানিস্তানের ক্ষমতায় থাকা তালেবান এই হামলার দায় স্বীকার করেছে।
উল্লেখ্য, আফগান পুলিশ এবং সৈন্যরা তালেবানের অন্যতম প্রধান টার্গেট। সপ্তাহখানেক আগে কাবুলে একটি বাসে একই ধরণের এক হামলায় ১৪ জন মারা যায়।
সূত্র:protikhon.com
You must log in to post a comment.