কক্সবাজারের পেকুয়ায় বহুল আলোচিত জাফর আলম হত্যা মামলার আসামী নুরুল হক প্রকাশ আবুল হোসেন (২৩)কে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে পেকুয়া বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পেকুয়া থানার অফিসার ইনচার্জ জিয়া মো: মোস্তাফিজ ভুঁইয়া বলেন, গত বছরের ২০ নভেম্বর গোয়াখালী এলাকায় জাফর আলমকে হত্যা করা হয়। এ ঘটনায় তার তারেকুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তদন্তে পুলিশ হত্যার ক্লু উদঘাটন করতে না পারায় মামলাটি সিআইডি’র কাছে হস্তান্তর করা হয়। ওই গোয়েন্দা সংস্থা এই মামলার তদন্ত করছেন।
এদিকে, জাফর হত্যায় জড়িত সন্দেহে ইতিপূর্বে গোলাম কাদের প্রকাশ কালু নামক এক ব্যক্তিকে আটক করা হয়। তার স্বীকারোক্তি মতে হত্যায় জড়িত অভিযোগে মঙ্গলবার সন্ধ্যায় আটক করা হয় মাতব্বর পাাড়ার মৃত ইসমাইলের ছেলে নুরুল হক প্রকাশ আবুল হোসেনকে।
You must log in to post a comment.