শনিবার, ২০ অগাস্ট ২০২২, ০৭:৪১ পূর্বাহ্ন
এস.এম.ছগির আহমদ আজগরী; পেকুয়া :
পেকুয়ায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড শাখার উদ্যোগে সম্পন্ন হয়েছে ‘ফ্রি চিকিৎসা সেবা সহায়তা ক্যাম্প-২০১৬’। এ উপলক্ষে এক আলোচনা সভা ইসলামী ব্যাংক পেকুয়া শাখায় অনুষ্ঠিত হয়েছে। ১৫ নভেম্বর মঙ্গলবার এ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।
সকাল ৯টায় ব্যাংকের কনফারেন্স রুমে ইসলামী ব্যাংক পেকুয়া শাখার ব্যবস্থাপক মুহাম্মদ আবু জাফরের সভাপতিত্বে ওই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শিলখালী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সমাজ সেবক জসিম উদ্দিন। ব্যাংক কর্মকর্তা মো. মুছার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন পেকুয়ার বিশিষ্ট সমাজ সেবক ও মেহেরানাম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. শাহ আলম, উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী মো. ইদ্রিস বাদশাহ, পেকুয়া বাজার ব্যবসায়ীক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি.এর সেক্রেটারী মো.মিনহাজ উদ্দিন, পেকুয়া উপজেলা ভারপ্রাপ্ত টিএইচও ডা. মুজিবুর রহমান, পেকুয়া মেডিকেল সেন্টারের চিকিৎসক জয়নাল আবেদীন, ইসলামী ব্যাংকের ম্যানেজার (অপারেশন) মো. রাশেদ চৌধুরী, পেকুয়া সদর ইউপির সদস্য মো. ইসমাইল সিকদার।
ইসলামী ব্যাংক পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় ওইদিন এ ফ্রি মেডিকেল ক্যাম্প প্রথম বারের মত পেকুয়া শাখায় চালু করা হয়েছে। ‘আদর্শ গ্রাম বাংলাদেশের প্রান, স্বাস্থ্যই সকল সুখের মূল, স্বাস্থ্যই সম্পদ’ এ প্রতিপাদ্যের আলোকে ইসলামী ব্যাংক এর পল্লী উন্নয়ন প্রকল্প সারা দেশে দরিদ্র জনগোষ্টির চিকিৎসা সেবা নিশ্চিত করতে এ ধরনের মহৎ উদ্যেগ গ্রহন করে। এর আওতায় পেকুয়ায় দিন ব্যাপি কর্মসূচি সম্পন্ন করে।
ইসলামী ব্যাংক পেকুয়া শাখার ব্যবস্থাপক মো. আবু জাফর জানায় ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে একশত জন রোগিকে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। মেডিসিন সরবরাহ ওই ক্যাম্প থেকে বিনামূল্যে দেয়া হচ্ছে। ইসলামী ব্যাংক ৫টি বিষয়ে মাঠ পর্যায়ে কাজ করছে। শিক্ষা, স্বাস্থ্য, প্রশিক্ষন, ত্রাণ ও পুর্নবাসন ও পরিবেশ সংরক্ষণ খাতকে আমরা সর্বাধিক গুরুত্ব দিয়ে সেসব বিষয়ে জনসেবার কাজ করছে ইসলামী ব্যাংক বাংলাদেশ বলে জানান সংশ্লিষ্টরা।
You must be logged in to post a comment.