সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / পেকুয়ায় জোয়ারভাটা অব্যাহত : ৪ ইউনিয়নের লক্ষাধিক মানুষ পানিবন্দী

পেকুয়ায় জোয়ারভাটা অব্যাহত : ৪ ইউনিয়নের লক্ষাধিক মানুষ পানিবন্দী

Abdullah Ansary - 2-9-2015 (news & 2 pic) (1)এম.আবদুল্লাহ আনসারী, পেকুয়া :

কক্সবাজার জেলার উপকূলীয় উপজেলা পেকুয়ায় টানা বৃষ্টি ও সমুদ্রের জোয়ারের অস্বাভাবিক পানির নীচে ৪টি ইউনিয়নের দেড়শতাধিক গ্রাম তলিয়ে গিয়ে লক্ষাধিক মানুষ পানিবন্দী জীবন যাপন করছে।

উপজেলার পেকুয়া সদর, উজানটিয়া, মগনামা, শিলখালী ইউনিয়নে প্রায় নিম্নাঞ্চল এখন জোয়ারের পানিতে ভাসছে। ৪ইউনিয়নের চলতি বর্ষা মৌসুমে দু’দফা বন্যায় পেকুয়া সদরের মাতামুহুরী নদীর বেড়িবাধ ও মগনামা উজানটিয়ায় বঙ্গোপসাগরের বেড়িবাধ বিধ্বস্ত হয়ে দীর্ঘ ৩মস ধরে প্রতিমাসে ৫/৬দিন করে জোয়ারভাটার শিকার হয়ে আসছে প্রায় লক্ষাধিক লোক।

১ সেপ্টম্বর দিনের জোয়ারে আবারো ৩ সহস্রাধিক বসতঘরে পানি প্রবেশ করেছে ও সব গ্রামীন সড়ক পানির নীচে তলিয়ে গেছে। প্রথম বারে বন্যা ও জোয়ারে ৫সহস্রাধিক ঘর বাড়ী বিধ্বস্ত ও কয়েক হাজার কোটি টাকার চিংড়ি সহ মৎসঘের তলিয়ে গেলে মৎসচাষীরা দিশেহারা হয়ে পড়ে। কেউ কেউ নতুনভাবে মাচ চাষ শুরু করলেও অনেকে টাকার অভাবে মাছ চাষ শুরু করতে পারেনি।

চলতি আমন মৌসুমের বীজতলা পর পর দু’বার নষ্ট হয়ে গেলে তৃতীয়বারের মতো বীজতলা তৈরী করে চলতি জোঁর পর পর ধান চারা রোপনের জন্যে প্রস্তুতি নিচ্ছিল কৃষকরা।

পানি উন্নয়ন বোর্ডের জরুরী বরাদ্দ ও স্থানীয় লোকজনের স্বেচ্ছাশ্রমে সিংহভাগ বিধ্বস্ত বেড়িবাধ নির্মাণও শেষের পথে এমতাবস্থায় পেকুয়া সদরের পশ্চিমাংশের সিরাদিয়া পয়েন্টে বেড়িবাধের বিধ্বস্ত অংশ দিয়ে জোয়ারের পানি প্রবেশ করে ৫দিন ধরে জোয়ারের লবণাক্ত পানি প্রবেশ করায় তৃতীয় বারের মতো তৈরী করা আমনের বীজ তলিয়ে গেছে। অনেকে দূর-দুরান্ত থেকে বীজ (জালা) সংগ্রহ করে রোপন করলে তাও লবণাক্ত পানির শিকার হয়ে ধ্বংস হয়েগেছে বলে কৃষকরা জানিয়েছে। উজানটিয়ার রেজাউল করিম চৌধুরী মিন্টু বলেন, পুরো উজানটিয়া এখন জোয়ারের পানির নীচে। রাতের জোয়ারের পানি নামার আগেই দিনের জোয়ার চলে আসায় ২৫হাজার লোক পানিবন্দীসহ প্রায় ঘর বাড়ীতে জোয়ারের পানি উঠে গেছে।

মাছ ও আমনচাষ নির্ভর লোকজনের মাঝে দফায় দফায় প্লাবনের শিকার হয়ে চরম দূর্ভোগ দেখা দিয়েছে। কর্মহীন হয়ে অর্ধাহারে অনাহারে দিন যাপন করছে উজানটিয়াবাসী।

মগনামার লোকজন জানিয়েছে কাকপাড়া ঢলন্যাপাড়া, খালার পাড়া, কইড়াপাড়া, পশ্চিমকূল, বিবিরপাড়া, হাজী মৌলভীপাড়া, মৌলভীরদিয়া, শোদ্ধাখালী, বেদরবিলপাড়া, রঙ্গীখালের পূর্বকুল, মটকাভাঙ্গা, সিকান্দার পাড়া, মরিচ্যাদিয়া, চাইন্দার পাড়া, জালিয়াপাড়া, শরৎঘোনাসহ পুরো মগনামা এখন পানির নীচে তলিয়েগেছে।

স্থানীয় লোকজন জানিয়েছে, সাগরের জোয়ারের পানিতে মগনামা উজানটিয়া এখন একাকার হয়েগেছে।

এদিকে শিলখালী ইউনিয়নের হাজীর ঘোনা, পেঠান মাতবর পাড়া, বাজার পাড়া, সবুজপাড়া সহ কাচারীমুড়া, মুন্সীমুড়া, হেদায়তাবাদ, সৈয়দনগর সহ প্রায় এলাকা পানির নীচে তলিয়ে গেছে। বিরামহীন বৃষ্টির কারণে জোয়ারের পানি নামার আগেই আরেকটি জোয়ার এসে তলিয়ে দিচ্ছে বলে পানিবন্দী লোকজন জানিয়েছে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/