শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২, ০৬:০৫ অপরাহ্ন
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
পেকুয়ায় স্কুলে যাওয়ার পথে ওয়াকিবুল ইসলাম সিকদার (১৪) নামের এক ছাত্রকে পিটিয়ে আহত করেছে একদল দুবৃর্ত্ত। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নে সবুজ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ওয়াকিবুল ইসলাম রাজাখালী এয়ার আলী খান উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ও একই ইউনিয়নের আমিলা পাড়া এলাকার মৃত আনোয়ারুল ইসলাম সিকদারের ছেলে।
এদিকে এঘটনার বিচার চেয়ে ওই ছাত্রের মা নুরুন নাহার বেগম বাদি হয়ে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে একই ইউনিয়নের রব্বত আলী পাড়া এলাকার জাফর আহমদের ছেলে জকরিয়া (৩০) ও জয়নাল (২৮) ওই ছাত্রের উপর হামলা চালিয়ে গুরুত্বর আহত করে। এসময় হামলাকারীরা তার স্কুল ব্যাগও ছিনিয়ে নেয়। পরে স্থানীয় ব্যবসায়ীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ওই ছাত্রের মা নুরুন নাহার বেগম বলেন, জড়িতদের সাথে আমাদের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। যা বর্তমানে আদালতে বিচারাধীন। স্কুল যাওয়ার পথে আমার ছেলের উপর হামলাকারীদের বিচার চাই।
এব্যাপারে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদিন বলেন, বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নিতে আমি রাজাখালী ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছি।
You must be logged in to post a comment.