Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / নারী ও শিশু / পেকুয়ায় নছিমনের চাপায় শিশু নিহত

পেকুয়ায় নছিমনের চাপায় শিশু নিহত

Accident - 13 (b)মুকুল কান্তি দাশ,চকরিয়া:

কক্সবাজারের পেকুয়ায় নছিমনের চাপায় মারা গেছে চার বছর বয়সি এক শিশু। মায়ের সাথে চিকিৎসা করতে যাওয়ার সময় বৃহস্পতিবার সকাল ১১টার দিকে কাটাফাঁড়ি সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু মকছুদুল আলমের মেয়ে আফ্রিয়াতুল জান্নাত হুরী (৪)। তার বাড়ী মগনামা ইউনিয়নের মটকাভাঙা গ্রামে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পেকুয়া থানার অফিসার ইনচার্জ জিয়া মোহাম্মদ মোস্তাফিজ ভুইয়া বলেন, ভাইরাস রোগে আক্রান্ত শিশু হুরীকে চিকিৎসা করাতে পেকুয়া হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন তার মা খাদিছা বেগম। বাড়ি থেকে বের হয়ে কাটাফাঁড়ি সেতু এলাকায় পৌঁছলে গাড়িতে উঠতে একটি সিএনজি অটোরিক্সা থামায় মা। এসময় শিশু হুরী দৌড়ে গাড়িতে উঠতে গিয়ে হঠাৎ ছুটে আসা নছিমনের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যায় হুরী।

তিনি আরো বলেন, চালক পালিয়ে গেলেও নছিমনটি জব্দ করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে মামলা রেকর্ড ও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

%d bloggers like this: