Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / পেকুয়ায় সৈকত পাড়া-চৈরভাঙ্গা খালের খনন কাজ সরোজমিন পরিদর্শনে এম.পি’র প্রতিনিধিদল

পেকুয়ায় সৈকত পাড়া-চৈরভাঙ্গা খালের খনন কাজ সরোজমিন পরিদর্শনে এম.পি’র প্রতিনিধিদল

MP -Shagir -12-2-16 (news 2pic) f1 (1)এস.এম.ছগির আহমদ আজগরী; পেকুয়া :

কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের মেহেরনামা সৈকত পাড়া-চৈরভাঙ্গা খালের খনন কাজ সরোজমিন পরিদর্শন করেছেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য জেলা জাপা’র সভাপতি আলহাজ¦ মুহাম্মদ ইলিয়াছ এম.পি’র প্রতিনিধিদল। ১২ফেব্রুয়ারী দুপুর দুইটায় এ প্রতিনিধিদল পরিদর্শনে আসেন। খোঁজ নিয়ে জানা গেছে যে, গত কয়েক দিন ধরে প্রতিদিন শতাধিক শ্রমিক খাল কাটার কাজে নিয়োজিত রয়েছে। দীর্ঘদিন ধরে মাতামুহুরী নদীর পলি জমে সৈকত পাড়া-চৈরভাঙ্গা খালটি নাব্যতা সংকটে পতিত হয়। ওই খাল ভরাট হওয়ার কারনে প্রতি বছর স্থানীয় হাজার হাজার কৃষক তাদের বোরো চাষের জমিতে কাংখিত পানি সেচ দিতে পারতোনা। অবশেষে চলতি বোরো মৌসুমে কৃষকদের পানি সেচের দূর্ভোগ কমানোর প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে লিখিত ও মৌখিক অভিযোগ জানালে ওই খাল খননের উদ্যোগ নেন পেকুয়ার ইউএনও মো. মারুফুর রশিদ। আর খাল খননের কাজ সুষ্টুভাবে তদারকী করছেন পেকুয়া উপজেলা জাতীয় পার্টির সাধারান সম্পাদক বিডিআর জাহাঙ্গীর আলম।

গতকাল রোববার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে, সৈকত পাড়া-চৈরভাঙ্গা খাল খননে প্রায় শতাধিক শ্রমিক খাল খননের কাজ করছেন। ইতিমধ্যেই খাল খননের বেশ অগ্রগতি হয়েছে। খাল খনন কাজ সম্পন্ন হলে মেহেরানামা সৈকত পাড়া, চৈরভাঙ্গা, বলিরপাড়াসহ আরো কয়েকটি গ্রামের শত শত একর বোরো চাষের জমি চলতি মৌসুমে চাষাবাদের আওতায় আসবে। গত কয়েক দিন ধরে খাল খননের কাজ ত এগিয়ে চলেছে। ভরাট খালের খনন কাজ শুরু হওয়ায় নতুন করে আশায় বুক বেঁধেছে স্থানীয় কৃষকরা। খালটি খনন কাজ সম্পন্ন হলে কৃষকদের পানি সেচের সেই দু:খ আর থাকবেনা বলে মন্তব্য করেছেন স্থানীয় অনেকে কৃষকই।

পেকুয়া উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক বিডিআর জাগাঙ্গীর আলম জানান, পেকুয়ার ইউএনওর অক্লান্ত চেষ্টায় ওই মৃতপ্রায় খালটি বর্তমানে খনন করা হচ্ছে। খালটি খননের কাজ শেষ হলেই কৃষকরা এ সুফল ভোগ করবেন বলে তিনি মন্তব্য করেছেন।

পেকুয়ার ইউএনও মারুফুর রশিদ খান জানান, শত শত কৃষকদের কথা চিন্তা করে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ¦ মুহাম্মদ ইলিয়াছ এম.পি’র পৃষ্টপোষকতা আশ্বাসে সৈকত পাড়া-চৈরভাঙ্গা খালটি খনন করা হচ্ছে। ইতিমধ্যেই পেকুয়ার বেশ কয়েকটি ভরাট খাল খনন করা হয়েছে।

এদিকে, সংসদ সদস্যের বরাদ্দ আশ্বাসে সৈকতপাড়া-বলীরপাড়া-চৈরভাঙ্গায় নাব্যতা হারানো খালের খনন কাজ সমাপ্তির পথে খবর পেয়ে ১২ফেব্রুয়ারী শুক্রবার জুমার নামাযের পর কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য জেলা জাপা সভাপতি আলহাজ¦ মুহাম্মদ ইলিয়াছ এম.পি’র ব্যক্তিগত সচিব মোঃ নাজেম উদ্দিন খাল খনন প্রকল্প স্থান পরিদর্শনে আসেন। পরিদর্শনকালে নির্ধারিত সময়ের আগেই খাল খনন কাজ সমাপ্তির পথে নেয়ায় সংশ্লিষ্ট সকলের ভুয়সী প্রশংসা কাজের ধরন ও মানে সন্তোষ প্রকাশ করেন। এসময় তার সাথে ছিলেন, পেকুয়া উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক বিডিআর মোঃ জাহাঙ্গীর আলম, জাপা নেতা মোঃ মঞ্জুর আলম মাঝি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

%d bloggers like this: