Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / পেকুয়া উপজেলা আওয়ামীলীগ নেতা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত

পেকুয়া উপজেলা আওয়ামীলীগ নেতা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত

Ahot - Shagir 5-8-16 news 2pic f1 (2)

এস.এম.ছগির আহমদ আজগরী; পেকুয়া :

কক্সবাজারের পেকুয়া উপজেলা আওয়ামীলীগ নেতা রাজাখালী এয়ার আলী খান আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক জননেতা মাষ্টার আজমগীর চৌধুরী এম.এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহতের খবর পাওয়া গেছে। ৩আগষ্ট রাত সাড়ে ৮টায় তিনি এ দুর্ঘটনার শিকার হন। আহতের পারিবারিক সূত্র জানিয়েছে, এদিন তিনি চট্টগ্রাম থেকে বাড়ি ফিরতে সিএনজি টেক্সীতে উঠেন। পরে, বাশখালী উপজেলার চাঁনপুর চৌমুহুনী এলাকায় পৌছালে বিপরীত মূখী অন্য একটি সিএনজি’র সাথে মাষ্টার আজমগীর চৌধুরীকে বহনকারী সিএনজিটি মুখোমুখী হয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে তিনি মারাত্মক ভাবে আহত হন। বর্তমানে চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতাল নামে একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি হয়ে তিনি চিকিৎসাধীন।

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত আওয়ামীলীগ নেতা মাষ্টার আজমগীর চৌধুরী এম.এ’র দ্রুত সুস্থ্যতা কামনায় তার পরিবার সকলের দোয়া কামনা করেছেন।

%d bloggers like this: