সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / সাহিত্য / প্র‍থম ফাল্গুনে মেলায় আসছে ‘মাউথ অর্গান যেভাবে বাজে’

প্র‍থম ফাল্গুনে মেলায় আসছে ‘মাউথ অর্গান যেভাবে বাজে’

প্রেস বিজ্ঞপ্তিঃ

কবি রহমান মুফিজের চতুর্থ কাব্যগ্রন্থ ‘মাউথ অর্গান যেভাবে বাজে’ প্রকাশিত হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা ২০২০- এ। আসছে পহেলা ফাল্গুন অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি বইটি প্রকাশ করছে অনার্য পাবলিকেশন্স। মেলার ৩৪২-৩৪৫ নম্বর স্টলে পাওয়া যাবে বইটি।

২০১৮ সালের মাঝামাঝি সময়ে প্রকাশিত হয় কবির তৃতীয় কাব্যগ্রন্থ ‘রহমান বাড়ি যাও’। বইটি আদৃত হয় পাঠকমহলে। রাজনৈতিক, দার্শনিক ও সামাজিক নানা অভিঘাত থেকে উঠে আসা বিচিত্র অভিজ্ঞতাসমৃদ্ধ শব্দ- উপমা, শ্লেষ আর রূপকের ব্যবহারে ‘রহমান বাড়ি যাও’ গ্রন্থের কবিতাগুলো হয়ে ওঠে যেন পাঠকেরই মূর্ত-বিমূর্ত উপলব্ধির প্রকাশ।

কবির ভাষ্যে’ মাউথ অর্গান যেভাবে বাজে’ কাব্যগ্রন্থে কবিতাপ্রেমী পরিণত পাঠকমাত্রই ভিন্ন অনুভব- উপলব্ধির খোঁজ পাবেন। পাবেন সময় ও বাস্তবতার ভাষা, কুয়াশা, আশা, পরমাশা, রূপকে মিশ্রিত অদ্ভুত সুর, প্রেম ও কাম থেকে উৎসারিত মুহূর্তের উন্মন অনুভূতিগুলো। অথবা পেয়ে যেতে পারেন নিজেরই নানামাত্রিক ছায়া।

তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ: বিপরীত বিনাশ (২০০৫), বিষনগর (২০১২), রহমান বাড়ি যাও (২০১৮)।

তাঁর সম্পাদিত: আদিঅন্ত (ছোটকাগজ ২০০৯), শিশির (শিশু সাময়িকী ১৯৯৮-২০০২)

উল্লেখ্য যে, রহমান মুফিজ এর জন্ম: ১৭ মে ১৯৭৯, চৌফলদণ্ডী, কক্সবাজার। তিনি পেশায় সাংবাদিকতা। দৈনিক কক্সবাজার, সংবাদ, বাংলাদেশ সময়, যায়যায়দিন, ভোরের পাতা, বাংলামেইল, খোলা কাগজ।

তিনি বর্তমানে বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, কেন্দ্রীয় কমিটির সদস্য ও সম্পাদকমণ্ডলীর সদস্য, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, কেন্দ্রীয় সংসদ।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে কবি মুহম্মদ নুরুল হুদার জন্মদিনে হুদা মেলা…….

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :দরিয়া নগরের জাতিসত্ত্বার কবি মুহম্মদ নুরুল হুদার জন্মদিন উপলক্ষে একদিন ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/