এ বছরের মধ্যেই ফোর-জি চালু করা হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
তারানা হালিম বলেন, নতুন বছরে ফোর-জি চালু করতে পারব। এজন্য তরঙ্গ নিলাম অনুষ্ঠিত হবে। একই সঙ্গে ২.৫-জি সম্প্রসারণ ও পুরো দেশ পূর্ণাঙ্গ থ্রি-জির আওতায় আসবে।
তিনি আরো বলেন, মোবাইল অপারেটরদের বৈশ্বিক সংগঠন জিএসএমএ-র করা গবেষণার তথ্য অনুযায়ী টেলিযোগাযোগ খাতে বাজার প্রতিযোগিতার দিক থেকে বাংলাদেশ তৃতীয় স্থানে রয়েছে। এটা আমাদের জন্য গর্বের।
সম্মেলনে আরো উপস্থিত ছিলেন টেলিযোগোযোগ বিভাগের সচিব ফয়জুর রহমান চৌধুরী এবং বিভিন্ন দপ্তরের প্রধানরা।
সূত্র: প্রতিক্ষণডটকম,ডেস্ক।
You must log in to post a comment.