
অনলাইন ডেস্ক :
আগস্টের দ্বিতীয় রোববার (৭ আগস্ট) বাংলাদেশসহ বিভিন্ন দেশে বন্ধু দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে একটি নতুন গান উপহার দিয়েছেন কণ্ঠশিল্পী-সুরকার শফিক তুহিন। “অকারন অভিমানের সেই দিনগুলো আজ কই, স্মৃতি নিয়ে আজও আমি বিভোর হয়ে রই…., বন্ধু কোথায় রে তুই ??, আমার মন ভালো নেই…” কথায় বন্ধু দিবস উপলক্ষে ‘বন্ধু’ শিরোনামে প্রকাশ পেয়েছে কণ্ঠশিল্পী-সুরকার শফিক তুহিন ও কবি-গীতিকার সালমা সুলতানার গান-কবিতা।
ব্যতিক্রম ধারার এই প্রয়াসটি রবিবার (৭ আগস্ট) সন্ধায় গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে।
এ বিষয়ে শফিক তুহিন জনকণ্ঠকে বলেন, দিবসটি ঘিরে আলাদা কিছু করার চিন্তা ছিল। আর সেই চিন্তা থেকেই এটি করা। একই সঙ্গে গান ও কবিতা- এ রকম পরিবেশন খুব কম হয়। আশা করছি এটি সবার ভালো লাগবে এবং সবাই ভালোভাবেই গ্রহণ করবে।
তিনি বলেন, আমার বন্ধু সালমা ভালো কবিতা লেখে এবং তার কবিতার বইও রয়েছে। আমার সঙ্গে আলোচনা করার পর কবিতার সঙ্গে মিলিয়ে গানের কথা লিখেছে সালমা।
কবিতা ও গানের কথা লেখা এবং আবৃত্তি করেছেন সালমা সুলতানা। সুর ও কন্ঠ দিয়েছেন শফিক তুহিন। সংগীত আয়োজন করেছেন রাফি মোহাম্মদ। গানটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন চৌধুরী। মডেল অর্ণব ও আনন্দিতা।
You must log in to post a comment.