Home / প্রচ্ছদ / বাঁকখালী নদী থেকে উপজাতির লাশ উদ্ধার

বাঁকখালী নদী থেকে উপজাতির লাশ উদ্ধার

Lashনিজস্ব প্রতিনিধি, নাইক্ষ্যংছড়ি :

টানা বর্ষণ ও পাহাড়ী ঢলের পানিতে সৃষ্ট ভয়াবহ বন্যায় তলীয়ে গিয়ে নিখোঁজ হওয়া নাইক্ষ্যংছড়ির ২৮২ নং দুর্গম কলিরছড়া মৌজার হেডম্যান পাড়ার ফারই মুরুং (২৫) এর লাশ ছয় দিন পর ভাসমান অবস্থায় রামুর বাঁকখালী নদীর গর্জনিয়া পয়েন্ট থেকে উদ্ধার হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টায় স্থানীয়রা ভেসে যাওয়ার সময় নৌকা নিয়ে লাশটি উদ্ধার করে। ফারই মুরুং ওই গ্রামের মেগনী মুরুং এর ছেলে। তার স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রয়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, ২৬ জুলাই ফারই মুরুং হেডম্যানপাড়া থেকে পংক্রীপাড়াস্থ শ্বশুড় বাড়িতে যাওয়ার সময় ভয়াবহ বন্যার পানিতে তলীয়ে যায়। ঘটনার পর থেকে সে নিখোঁজ ছিল।

নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফাইল আহমদ ও উপজেলা নির্বাহী অফিসার এসএম শাহেদুল ইসলাম শনিবার বেলা ১২টায় ঘটনাস্থল পরিদর্শন করে এ প্রতিবেদককে জানিয়েছেন, উদ্ধারকৃত লাশটি আইনি প্রক্রিয়া শেষে স্থানীয় হেডম্যানের মাধ্যমে পরিবারকে হস্থান্তর করা হবে।

%d bloggers like this: