বান্দরবানের লামায় মোবাইল ফোন টাওয়ার নির্মাণের যন্ত্রপাতি বহনকারী একটি ট্রাক খাদে পড়ে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো সাতজন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে লামার ইয়ংছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে লামার ইয়ংছায় মোবাইল ফোন টাওয়ার নির্মাণের যন্ত্রপাতি বহনকারী একটি ট্রাক খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। আহত হন আরো ১০ জন। আহত ব্যক্তিদের উদ্ধার করে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে আরো তিনজনের মৃত্যু হয়। আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
নিহত ব্যক্তিরা সবাই একটি বেসরকারি মোবাইল অপারেটর কোম্পানির টাওয়ারে কাজ করতেন বলে ওসি জানান।
সূত্র: রাইজিংবিডিডটকম,ডেস্ক।
You must log in to post a comment.