দলীয়ভাবে ইউপি নির্বাচনে সামাজিক বন্ধন বিনষ্ট হবে বিএনপি‘র এমন আশঙ্কায় নির্বাচন কমিশনের কিছু করার নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ। তিনি বলেছেন, ‘আইন প্রণয়ন করে সংসদ। সংসদ দলীয়ভাবে ইউপি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। এ পর্যায়ে আমাদের কিছু করার নেই। এখানে ইসির অনিচ্ছার কিছু নেই।’
রোববার বিকেলে শেরে বাংলা নগরে নির্বাচন কমিশন সচিবালয়ে নিজ কার্যালয়ে দলীয়ভাবে ইউপি নির্বাচন নিয়ে বিএনপির আপত্তি প্রসঙ্গে জানতে চাইলে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
আইনের আলোকে বিধিমালা করে গেজেট প্রকাশ করা হয়েছে। ইতোমধ্যে তফসিল ঘোষণা করা হয়েছে। তবে দলীয়ভাবে ভোট হওয়ায় সংঘাত ও সম্প্রীতি নষ্ট হওয়ার শঙ্কা নেই বলে মনে করেন এই নির্বাচন কমিশনার।
তিনি জানান, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচনের কাজ সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। তবে প্রতীক বরাদ্দের পর এর আসল চিত্র দেখা যাবে। এতে কোনো ধরনের সংঘাত হবে না। এর আগে ইউপির থেকে বড় স্থানীয় সরকারের পৌরসভা নির্বাচন সুষ্ঠু হয়েছে।’
সূত্র: প্রিয়ডটকম,ডেস্ক।
You must log in to post a comment.