Home / প্রচ্ছদ / বিজিবি’র কক্সবাজার সেক্টর আন্তঃ ব্যাটালিয়ন কারাতে প্রতিযোগিতা সম্পন্ন

বিজিবি’র কক্সবাজার সেক্টর আন্তঃ ব্যাটালিয়ন কারাতে প্রতিযোগিতা সম্পন্ন

BGB - 26-8-2015 (2)বর্ডার গার্ড বাংলাদেশ, কক্সবাজার সেক্টর আন্তঃ ব্যাটালিয়ন কারাতে প্রতিযোগিতা ২৩ আগস্ট হ’তে ২৬ আগস্ট পর্যন্ত ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন-এর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায় অধিনায়ক, ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, অফিসারবৃন্দ, জেসিও’স ও অন্যান্য পদবীর সদস্যবৃন্দ এবং কক্সবাজার সেক্টরের অধীনস্থ ইউনিট হ’তে আগত খেলোয়াড় ও দর্শকবৃন্দ উপস্থিত থেকে ২৬ আগস্ট প্রতিযোগিতার সমাপনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপভোগ করেন।BGB - 26-8-2015 (3) BGB - 26-8-2015 (1)

উক্ত প্রতিযোগিতায় কক্সবাজার সেক্টরের সেক্টর কমান্ডার, কর্ণেল এম এম আনিসুর রহমান, পিএসসি, প্রধান অতিথি হিসেবে বিজয়ী এবং বিজিতদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রতিযোগিতায় সেরা ক্রীড়া নৈপূণ্য প্রদর্শন করে শ্রেষ্ঠ কারাতে হওয়ার গৌরব অর্জন করে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নম্বর- ৯৬৪১৪ সিপাহী মোঃ শামীম (শ্রেষ্ঠ নবীন খেলোয়াড়) এবং ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নম্বর- ৭৫৮০৩ সিপাহী মোঃ তাজমুল করিম (শ্রেষ্ঠ খেলোয়াড়)।

বর্ডার গার্ড বাংলাদেশের ক্রীড়া নৈপূণ্য উত্তরোত্তর বৃদ্ধির জন্য এ ধরণের প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

– খবর বিজ্ঞপ্তি।

Leave a Reply

%d bloggers like this: