Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / বিদায়ী ইউএনও’র ফুলেল সংবর্ধনা : সদর উপজেলায় নবাগত ইউএনও’র দায়িত্বভার গ্রহণ

বিদায়ী ইউএনও’র ফুলেল সংবর্ধনা : সদর উপজেলায় নবাগত ইউএনও’র দায়িত্বভার গ্রহণ

UNO - Deshbidesh news 3pic (3)

এম আর মাহবুব; কক্সভিউ :

কক্সবাজার সদর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার শাহীনুল ইসলাম দায়িত্বভার গ্রহণ করেছেন। অন্যদিকে বিদায়ী ইউএনও মো. শহিদুল ইসলামকে বিদায় সংবর্ধনা দিয়েছে কক্সবাজার সদর উপজেলা প্রশাসন। ১৬ এপ্রিল কক্সবাজার সদর উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জি.এম রহিমুল্লাহ।

সদর উপজেলা প্রকল্প কর্মকর্তা বাকী বিল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী ইউএনও শহিদুল ইসলাম, ইউএনও শহিদুল ইসলাম, ইউএনও সহ ধর্মিনী, বিশিষ্ট ব্যাংকার সিরাজুম-মুনিরা, নবাগত ইউএনও শাহীদুল ইসলাম, কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. আসলাম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহিদুল আলম বাহাদুর, সদর উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা মাজহারুল ইসলাম, কৃষি কর্মকর্তা এনায়েত-ই রাব্বী, পিএমখালীর চেয়ারম্যান শহীদুল্লাহ বিকম, ইসলামপুরের চেয়ারম্যান মাষ্টার আবদুল কাদের, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, সাংবাদিক এম.আর মাহবুব, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নেতা জসিম উদ্দিন, কর্মচারী নেতা জানে আলম স্বপন।

অনুষ্ঠানে বক্তাগণ বলেন, বিদায়ী ইউএন ও শহিদুল ইসলাম তাঁর যোগ্যতা বলে সততা ও নিষ্ঠার সাথে বিগত দু’বছর তিনি কক্সবাজার সদর উপজেলাবাসীর আর্থ সামাজিক উন্নয়নে কাজ করেছেন। যা কক্সবাজারের মানুষের মনে চির জাগরুক থাকবে। পরে বিদায়ী ইউএনওকে ব্যাপক ভাবে ফুলেল শুভেচ্ছার সিক্ত করা হয়।

এরপর নবাগত ইউএনও আনুষ্ঠানিক ভাবে বিদায়ী ইউএনও’র কাছ থেকে দায়িত্বভার গ্রহন করেন।

Leave a Reply