সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / বি.এন.সি.সির মাদক বিরোধী র‌্যালী

বি.এন.সি.সির মাদক বিরোধী র‌্যালী

deshbidesh 7.3বার্তা পরিবেশক :

কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম বলেছেন, মাদকাশক্তি একটি মরণব্যাধি। আগামীর প্রজন্ম আমাদের সন্তানেরা প্রতিনিয়ত মাদকাসক্ত হচ্ছে। মাদকের ভয়াবহতা রোধ করা না গেলে জাতি হিসেবে আমরা পিছিয়ে পড়বো। তিনি ৭ মার্চ সকালে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বি.এন.সি.সি) পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ আয়োজিত কক্সবাজার শহরে এক বর্ণাঢ্য র‌্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। র‌্যালীটি কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র থেকে শুরু হয়ে সৈকতের লাবণী পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে কক্সবাজার সফরত বি.এন.সি.সি ক্যাডেটরা সৈকতের বিশাল বালিয়াড়িতে পরিস্কার পরিচ্ছন্নতায় অংশ নেন।

এদিকে র‌্যালী পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন পাবনা সরকারী এডওয়ার্ড কলেজের সহকারী অধ্যাপক ও বিটিএফ ও-২ লেঃ মোঃ আনিসুর রহমান, একই বিভাগের পিইউও মো. জিয়াউর রহমান। বর্ণাঢ্য র‌্যালীতে বিএনসিসি ক্যাডেটরা ‘সকল প্রকার মাদককে না’ বলুন, সকলে মিলে মাদকমুক্ত সুন্দর সমাজ ও দেশ গড়ি, শ্লোগান সম্বলিত ব্যানার, প্ল্যাকার্ড প্রদর্শন করে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

লামায় চাম্পাতলী বৌদ্ধ বিহার আগুনে পুড়ে গেছে https://coxview.com/fire-rafiq-16-4-24-1/

লামায় চাম্পাতলী বৌদ্ধ বিহার আগুনে পুড়ে গেছে

  মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :পার্বত্য জেলা বান্দরবানের লামা পৌরসভার চাম্পাতলী বৌদ্ধ বিহারের চেরাং ঘরে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/