ভারত-পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক সবসময়ই শীতল। গেল কয়েক বছর তা আরও বৃহদাকার ধারণ করেছে। এর প্রভাব পড়ছিল দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কেও। তৈরি হয়েছিল পাকিস্তানের বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা।
তবে আয়োজক ভারতের দিক থেকে ছিল নমনীয় মনোভাব আর কঠোর নিরাপত্তার আশ্বাস। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসিও সাবধান বাণী ছুঁড়েছিল। তবে সিদ্ধান্ত নিতে হতো পাকিস্তানকেই। এজন্যই তারা তাকিয়ে ছিল সরকারের দিকে। সব শঙ্কা কাটিয়ে আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলার সবুজ সংকেত পেয়েছেন পাকিস্তান দল।
প্রথমে ক্রিকেটারদের নিরাপত্তার ইস্যুতে ভারতে বিশ্বকাপ খেলতে আসার ব্যাপারে বেঁকে বসেছিল পিসিবি। দেশটির সরকারের অনুমতির পর সেই জটিলতারই অবসান ঘটল। অবশ্য টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলার ব্যাপারে অনিশ্চয়তা থাকলেও আগেই বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে পিসিবি।
সূত্র: শীর্ষনিউজডটকম,ডেস্ক।
You must log in to post a comment.