পার্বত্য জেলা লামা পৌরসভার নব-নির্বাচিত মেয়র মোঃ জহিরুল ইসলাম মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ উপলক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আলী আহাম্মদ ও কর্মকর্তারা।
লামা পৌরসভা সূত্রে জানা গেছে, মঙ্গলবার লামা পৌরসভার ৩য় পৌর পরিষদের মেয়র হিসেবে জহিরুল ইসলাম দায়িত্বভার গ্রহণ করবেন। সাবেক ভারপ্রাপ্ত মেয়র আলী আহাম্মদ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তরের মাধ্যমে জহিরুল ইসলামকে দায়িত্ব বুঝিয়ে দেবেন।
উল্লেখ্য, ৩০ ডিসেম্বর লামা পৌরসভায় নৌকা প্রতীক নিয়ে ৬ হাজার ৬০৬ ভোট পেয়ে মেয়র পদে নির্বাচিত হন আওয়ামী লীগের জহিরুল ইসলাম।
You must log in to post a comment.