Home / প্রচ্ছদ / মহেশখালী উপজেলা জাসদের বিজয় দিবস পালিত

মহেশখালী উপজেলা জাসদের বিজয় দিবস পালিত

Bijoy Diboshs - Jashod- (news & 1pic) Ajoyমহান বিজয় দিবস উপলক্ষ্যে রাত ১২.১ মিনিটে জাতীয় সমাজ তান্ত্রিক দল জাসদ মহেশখালী উপজেলা আহবায়ক আশরাফুল করিম সিকদার নোমানের নেতৃত্বে শহীদ মিনারে শহীদদের স্মরণে পুস্পমাল্য অর্পন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, আহবায়ক কমিটির সদস্য অলি উল্লাহ, ওয়াহিদ মোরাদ পুতুল, জয়নাল আবেদীন, নূরুল হক, আবু বকর ছিদ্দিক, এমরানুল হক, নূরুল আবছার, বদিউল আলম, শাহিন, হাসান, আনছারুল্লাহ সহ আরো অনেক নেতা কর্মী ।

-প্রেসবিজ্ঞপ্তি

%d bloggers like this: