Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ধর্ম / মাইজপাড়া আজিজিয়া নুরুল উলুম মাদ্রাসার বার্ষিক সভা সম্পন্ন

মাইজপাড়া আজিজিয়া নুরুল উলুম মাদ্রাসার বার্ষিক সভা সম্পন্ন

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2022/01/Mafil-Sagar-11-1-22.jpg?resize=444%2C264

মাইজপাড়া আজিজিয়া নুরুল উলুম মাদ্রাসার বার্ষিক সভা সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

কক্সবাজারের ঈদগাঁঁও উপজেলার আল্লামা মুহাম্মদ ইদ্রিস সাহেব (সুপারিন্টেনডেন্ট) রহ: এর হাতে গড়া প্রতিষ্ঠিত ঈদগাহ মাইজ পাড়া আজিজিয়া নুরুল উলুম মাদ্রাসার বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ই জানুয়ারী) দিনব্যাপী মাদ্রাসা প্রাঙ্গনে এ মাহফিল আমন্ত্রিত ওলামায়ে কেরামগণের মাঝে তাশরীফ পেশ করেন- আমিরাবাদ রাজঘাটের হোসাইনিয়া আজিজুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস ছৈয়দুল আলম আরমানী, টেকনাফ আল জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসা পরিচালক মুফতি কেফায়তুল্লাহ, পটিয়া আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক কাজী আখতার হোসাইন আনোয়ারী, পোকখালী গোমাতলী হোসাইনিয়া মাদ্রাসা মুহতামিম ইমাম জাফর আলম, ঈদগাঁও বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ জহিরুল ইসলাম, মুফতি ইউনুছ, মাদ্রাসার খাদেম এমদাদুল হক, মাছুয়াখালী মাদ্রাসার শিক্ষক রমজান আলী।

মাইজ পাড়া আজিজিয়া নুরুল উলুম মাদ্রাসার শিক্ষক মুবিনুল হক জমিরীর পরিচালনায় উপস্থিত ছিলেন, কালিরছড়া মিফতাহুল উলুম হেফজখানার মুহতামিম হাফেজ ছৈয়দ নুর, হাফেজ কামাল, ডা: মো: ইউসুফ আলী, ঈদগাঁওর কাজী নুরুল আলম, আ,লীগের নেতা সেলিম উল্লাহ, মেম্বার বজলুর রশিদ, নুরুল আলম, প্রবাসী আহমদ ছৈয়দ, আবদু রহমান, ঈদগাঁও প্রেসক্লাবের অর্থ সম্পাদক এম আবু হেনা সাগর, সদর যুবলীগ নেতা মিজানুল হক।

এছাড়াও এলাকার বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।

%d bloggers like this: